প্রদীপ কুমার দেবনাথ, বেলাব থেকে:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও নরসিংদী – ৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, আওয়ামীলীগের ইতিহাস গড়ার ইতিহাস, আওয়ামীলীগ ভাঙার রাজনীতি করে না। বেলাব মনোহরদীতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে অবহেলিত এ এলাকার মানুষের উন্নত নাগরিক সুবিধা, গ্রামকে শহরের ন্যায় যাবতীয় সুবিধা প্রদানে দিনরাত কাজ করছি। মন্ত্রী হওয়ার পর থেকে নিজের সুবিধার কথা না ভেবে এলাকার উন্নয়নে বৃহৎ বৃহৎ প্রকল্প এনে দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এমন ভাবে নির্মাণ করছি আগামী প্রজন্মের কাছে এগুলো নজির হয়ে থাকবে। বিরোধিতার খাতিরে বিরোধিতা করে লাভ নেই, বর্তমান সরকারের উন্নয়নে হিংসা না করে সকলে এক পতাকা তলে শামিল হউন।
বেলাব মনোহরদী সহ সারা বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির এক স্তম্ভ জননেত্রী শেখ হাসিনা। ব্যাপক উন্নয়নের কারণে সারা বিশ্বের রোল মডেল হিসেবে তাই বাংলাদেশ খ্যাত। তিনি আজ নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অনুদান প্রদানের সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় কথাগুলো বলেন।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ প্রমুখ।
এ সময় শিল্পমন্ত্রী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতির হাতে সরকারি অনুদানের ১৪ হাজার ৫ শত এবং নিজ তহবিল হতে ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা অনুদান প্রদান করেন। উল্লেখ্য, এ বছর বেলাবতে তেইশটি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদটি সর্বমোট 269 বার পড়া হয়েছে