অনলাইন ডেস্ক:
হোবার্টে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৫৫ রানে গুটিয়ে দিয়ে জয়ের লক্ষ্যটা নাগালের মধ্যেই রেখেছে ইংলিশরা। প্রথম ইনিংসে অজিরা ১১৫ রানের লিড পাওয়ায় ইংলিশদের জয়ের লক্ষ্য দাঁড়াল ২৭১ রান।
৩ উইকেটে ৩৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা, অলআউট হয় ১৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে অজিদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অ্যালেক্স ক্যারি। স্টিভেন স্মিথের ব্যাট থেকে এসেছে ২৭ রান। এছাড়া ক্যামেরন গ্রিন ২৩ রান করেন।
৩৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার মার্ক উড। স্টুয়ার্ট ব্রডের শিকার তিন উইকেট। ২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটাও খারাপ হয়নি ইংলিশদের। প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। ররি বার্নস ১৮ ও জ্যাক ক্রাউলি ১১ রানে ব্যাট করছেন। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 280 বার পড়া হয়েছে