এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রয়কালে চট্টগ্রামে ৩ প্রতারক গ্রেপ্তার

নবকণ্ঠ ডেস্ক:

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের সময় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
র‌্যাব-৭, চট্টগ্রাম আজ জানায়, তারা গোপন সূত্রে জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় একটি প্রতারক চক্র স্মার্টফোনের সাহায্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে এসএসসি পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রি করছে। র‌্যাবের একটি দল গতকাল অভিযান চালিয়ে কুতুবদিয়া বড়খোপের মোখলেছুর রহমানের পুত্র আহমেদ রেজা খান রিজভী (২০), বাঁশখালি কাথারিয়ার মো. ছাবের আহমেদের পুত্র রিফাত (২৩) ও আনোয়ারা পূর্ব কর্নারার আব্দুল কালামের পুত্র আরমান (২২)-কে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের তথ্য অনুযায়ী জাল প্রশ্নপ্রত্র তৈরির কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং জাল প্রশ্নপত্র উদ্ধার করা হয়। তাদেরকে এবং উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 150 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *