নবকণ্ঠ ডেস্ক:
পটুয়াখালীর আলীপুর নদীতে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করেছে মহিপুর থানার পুলিশ। একই সঙ্গে শিকারিচক্রের মাসুম বিল্লাহ ও হাসান হাওলাদার নামের দুই সদস্যকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর ও মহিপুরের শিববাড়িয়া নদীতে নোঙর করা অবস্থায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালানো হয়। ট্রলারে পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেট করা ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 140 বার পড়া হয়েছে