নবকণ্ঠ ডেস্ক:
জেলার তাড়াইলে কাঠের বাইসাইকেল তৈরি করেছেন এক যুবক। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। নাম তার সোহাগ। কাজের ফাঁকে-ফাঁকে এ ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করেছেন তিনি।
তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। গতকাল বিকেলে সোহাগ তার কাঠের বাইসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ সদর কলাপাড়া মোড়ে আসলে উৎসুক জনতা সাইকেলটি দেখতে ভিড় জমায়।
বাইসাইকেল হলেও এটি দেখতে অনেকটা মোটরসাইকেলের মতো।
কাঠমিস্ত্রি সোহাগ জানান, কাঠমিস্ত্রী কাজ বেশি থাকার কারণে প্রতিদিন কাজের ফাঁকে-ফাঁকে এই সাইকেলটি তৈরি করেছেন। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 153 বার পড়া হয়েছে