চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। গত রাত সাড়ে ৩ টায় নাজিরহাট নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সাথে ফটিকছড়ি দাঁতমারা থেকে রাবারবোঝাই করা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের চালক, উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের জিলতলি গ্রামের মুহাম্মদ সমশুল আলমের ছেলে মুহাম্মদ রুবেল (২৬) এবং হেলপার, একই এলাকার আব্দুর রশীদের ছেলে মুহাম্মদ আলমগীর (৩২) ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত অপর ট্রাকের চালক মুহাম্মদ রহিম (৩৫)-কে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহমুদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। চালক-হেলপারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 100 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *