নবকণ্ঠ ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
মেডিসিন, মনিহারি, কাপড় ও জুতার দোকানসহ কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
আরিফুর ইসলাম শাজু বলেন, আমার ওষুধের দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
বর্গা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারিভাবে সাহায্য করার দাবি জনান তিনি। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 239 বার পড়া হয়েছে