ডিপিএলে শুভ সূচনা মোহামেডানের

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বিকেএসপির চার নম্বর মাঠে মোহমেডান ৪৩ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।
প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৪০ রানে অলআউট হয় মোহামেডান। ওপেনার রনি তালুকদার ৪টি করে চার-ছক্কায় ১০৮ বলে ৭১ এবং তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অংকন ৩টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৬৭ রান করেন। সিটি ক্লাবের হয়ে মেহেদি হাসান ৩৫ রানে ৪ উইকেট নেন।
জবাব দিতে নেমে পেসার মুশফিক হাসান ও অফ-স্পিনার আরিফুল ইসলামের বোলিং তোপে ৪৬ দশমিক ২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় সিটি ক্লাব।
দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৬ রান করেন রাফসান আল মাহমুদ। মুশফিক ৪৩ রানে ৪টি ও আরিফুল ২২ রানে ৩ উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে ১৬ বল বাকী থাকতে ২০২ রানে অলআউট হয় ব্রাদার্স। মাহমুদুল হাসান সর্বোচ্চ ৪২ রান করেন। রূপগঞ্জের আল-আমিন হোসেন এবং শহিদুল ইসলাম ৩টি করে উইকেট নেন।
জবাবে দুই ওপেনার তৌফিক খান ও সাদমান ইসলামের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৮৪ বল বাকী রেখে জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। সাদমান ৬৭ ও তৌফিক ৬৬ রান করেন। ব্রাদার্সের রাহাতুল ফেরদৌস ৩টি উইকেট নেন।
দিনের অন্য ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৮ রান করে রূপগঞ্জ টাইগার্স। ওপেনার আব্দুল্লাহ আল মামুন ৬১ রান করেন।
২৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে গাজী গ্রুপ। আল-আমিন জুনিয়র ৫৯ ও মইন খান অপরাজিত ৪৩ রান করে গাজী গ্রুপের জয়ে অবদান রাখেন। রূপগঞ্জ টাইগার্সের নাবিল সামাদ ৪৫ রানে ৩ উইকেট নেন। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 599 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *