নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আবদুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভুঁইয়া, আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন ও এ কে এম গোলাম কবির কামালসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের নাম উল্লেখ করে কমিটির পরিচতি ঘোষণা করেন।
গত সোমবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীকে সদস্য সচিব মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
সংবাদটি সর্বমোট 286 বার পড়া হয়েছে