নরসিংদীতে করোনায় ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারে রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অস্ট্রেলিয়ান রেড ক্রস ও আইএফআরসির আর্থিক সহায়তায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জেলার প্রতিবন্ধী, বৃদ্ধ, দুগ্ধবতী মা এবং স্বল্প আয়ের মানুষের মাঝে এসব অর্থ বিতরণ করা হয়। জনপ্রতি ৪ হাজার পাঁচশত টাকা করে মোট তিনশত পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণে সহযোগিতা করে নরসিংদী যুব রেডক্রিসেন্ট ইউনিট।

রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া। নরসিংদী রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অহিভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুস সাত্তার, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: জাকির হোসেন, মো: তোফায়েল হোসেন, মেরাজ মাহমুদসহ অন্যান্যরা।

সংবাদটি সর্বমোট 135 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *