নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় আজ সোমবার (১৩ মে) নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবারুল ইসলাম।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন বিদ্যালয়ের বালিকাদের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার, নরসিংদী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার লাইলী এবং খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।
ফাইনাল খেলায় নীল দল চ্যাম্পিয়ন এবং লাল দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 231 বার পড়া হয়েছে