নরসিংদীতে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে চলছে জেলা পরিষদ নির্বাচন। আজ সোমবার সকাল ৯ টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া ভোট চলবে দুপুর ২ টা পর্যন্ত। জেলায় মোট ৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে, জেলা চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন।

মোট ১০০৩ জন ভোটারের জন্য জেলার ৬ উপজেলায় ৬ টি ভোটকেন্দ্রে মোট ১৩ টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া, নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সসহ ৪৫০ এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এখন পর্যন্ত নরসিংদীতে নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

সংবাদটি সর্বমোট 190 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *