নিজস্ব প্রতিবেদক:
‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থাগার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত শনিবার জাতীয় গ্রন্থাগার দিবস নরসিংদীতে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা ভার্চুয়ালি জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্ণা স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার। প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জহর বণিক গণগ্রন্থাগারের সভাপতি শান্ত বণিক প্রমূখ।
এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জাকিয়া আফরোজ সুমি, জেলার বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতিবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি সর্বমোট 327 বার পড়া হয়েছে