নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জাতীয় ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আিইসিটি) আব্দুল্লাহ আল জাকী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা শাখার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
এ সময় অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বলেন, আমরা চাই ব্যবসায়ী যারা আছেন তারা অর্থনৈতিক ভাবে লাভবান হোক এবং সুন্দর ভাবে তাদের ব্যবসা কাযক্রম পরিচালিত করেন। পাশাপাশি ভোক্তা যারা আছে তারা যেন মাপের ক্ষেত্রেই হোক আর দামে ক্ষেত্রে হোক গুণগত মান সম্পন্ন পন্য সঠিক দামে এবং সঠিক মাপে ক্রয় করতে পারেন।
সংবাদটি সর্বমোট 295 বার পড়া হয়েছে