নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্ক:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ভিডিও কনফারেন্স সারাদেশের ন্যায় নরসিংদীতেও অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এঁর সভাপতিত্বে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 191 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *