নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার সদর উপজেলার করিমপুর বাজারে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার করিমপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৯ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এরমধ্যে করিমপুর বাজার এলাকার শাহিন মেডিক্যাল হলকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়। লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে অননুমোদিত রং ব্যবহার এবং চরম নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা করে বর্ণিত রং ধ্বংস করা হয়। রমজান মিষ্টান্ন ভান্ডারকে অননুমোদিত রং ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করে বর্ণিত রং ধ্বংস করা হয়।
সংবাদটি সর্বমোট 750 বার পড়া হয়েছে