নরসিংদীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলাধীন বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম।

সহকারী কমিশনার মো: আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে সদর উপজেলার পৌর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় চাল, ডাল, ছোলাসহ ১৭টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার লক্ষ্য করা যায়নি। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০ এর কতিপয় ধারায় আইন লঙ্ঘন। এই দায়ে ৫ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে মোট ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযানে নরসিংদী সদর মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন। সরকারি আইন ও নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

সংবাদটি সর্বমোট 285 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *