নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় গতকাল মঙ্গলবার নরসিংদী জেলার মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ বছরের খেলোয়াড়দের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরনী অনুষ্ঠান।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।
ফাইনাল খেলায় হলুদ দল চ্যাম্পিয়ন এবং সবুজ দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ১জন সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে।
সংবাদটি সর্বমোট 307 বার পড়া হয়েছে