নরসিংদীতে বিএনপির প্রতিবাদ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রিয় বিএনপি ঘোষিত কর্মসূচী দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে প্রতিবাদ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের বীরপুর এলাকায় এই মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

মিছিলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধূরী, আকবর হোসেন, আব্দুর রহমান খোকন, কবির আহমেদ, যুবদল নেতা মহসিন হোসেন বিদ্যুৎ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ গ্রেপ্তার সকল বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এই মিছিল বের করে নরসিংদী জেলা বিএনপি।

সংবাদটি সর্বমোট 270 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *