নিজস্ব প্রতিবেদক:
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে বিট পুলিশিং ও সমসাময়িক চ্যালেঞ্জসমূহ শীর্ষক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে বিট পুলিশ। বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে। জনগণের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে হবে। অপরাধের সংঘটন কমাতে প্রো অ্যাকটিভ পুলিশিং এর পাশাপাশি প্রিভেন্টিভ পুলিশিং এর চর্চা বাড়াতে হবে জানান পুলিশ সুপার।
নরসিংদী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, নরসিংদী। মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার পুনর্ব্যক্ত করা হয়।
কর্মশালায় নরসিংদী জেলার বিট অফিসার ও সহকারী বিট অফিসারগণ অংশগ্রহণ করেন।
সংবাদটি সর্বমোট 266 বার পড়া হয়েছে