নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩/২৪ এর আওতায় গত সোমবার নরসিংদী জেলায় দ্যুতিময় দুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার লোকজন এবং সমাজকর্মীবৃন্দ। জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে এবং দ্যুতিময় দুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বালক ক, খ এবং বালিকা ক, খ গ্রুপে ভাগ করে পৃথক ৬ টি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদান করা হয় এবং বাকীদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 285 বার পড়া হয়েছে