নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৫০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতের জন্য কম্বল উপহার দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি, ড. বদিউল আলম এর প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকার।
শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 429 বার পড়া হয়েছে