নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় নরসিংদী সদর উপজেলায় আজ ২০/০২/২৩ সোমবার সম্পন্ন হলো বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রতিযোগিতাটি জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও ব্যক্তিগত মেডেল প্রদান করেন। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ শায়খ দেলোয়ার হোসাইন আল মাদানী, মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদটি সর্বমোট 208 বার পড়া হয়েছে