নরসিংদীতে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদীতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। বুধবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা এই চার ক্যাটাগরিতে ৪ টি প্যাভিলিয়ন রাখা হয়েছে। এবছর মেলায় মোট ৬৯ টি স্টলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিজিটাল উদ্ভাবন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে। পরিদর্শনকালে অতিথিদেরকে নিজস্ব উদ্ভাবন সম্পর্কে অবগত করেন স্টল প্রধানরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 190 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *