নিজস্ব প্রতিবেদক:
গতকাল শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠ সংলগ্ন চিনিশপুর বিএনপির কার্যালয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন। এ সময় আরও উপস্থিতি ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল লতিফ মোল্লা, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক জামান মিয়া, নরসিংদী জেলা ছাত্রদল নেতা সজিব ভূইয়া, ইবনে আদেল শশী, স্বেচ্ছাসেবক দলের নেতা নয়ন মিয়া, নরসিংদী জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল খান। অসহায় গরীবদের মাঝে চিনিশপুর ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের মাঝেই উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সংবাদটি সর্বমোট 227 বার পড়া হয়েছে