নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর হাড়িধোয়া নদীতে অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ, জেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার জানান, হাড়িধোয়া নদীতে ৬ জন ব্যক্তি অবৈধভাবে ভবন তৈরী করেছেন। এরই প্রেক্ষিতে তাদের নোটিশ প্রদানের পরও তা অপসারণ না করায় জেলা প্রশাসক ড. বদিউল আলম স্যারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 439 বার পড়া হয়েছে