নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

নরসিংদী জেলা পেশাজীবি সমন্বয় পরিষদ নামে ফেইসবুক সংগঠন এক বছর যাবত নরসিংদীর বিভিন্ন পেশায় জড়িত ব্যক্তিদের নিয়ে কাজ করছে।

যার উদ্দেশ্য ও লক্ষ্য নরসিংদীর উন্নয়ন এবং নরসিংদী বিভিন্ন পেশার মানুষকে একটি জায়গায় নিয়ে আসা। তারই প্রেক্ষাপটে গতকাল শুক্রবার ছুটির দিন উপলক্ষে নরসিংদীর ভেলানগর, গ্রীন হাউজ রেস্টুরেন্টে সাজেদুল হাসানের (এডমিন, নরসিংদী জেলা পেশাজীবি সমন্বয় পরিষদ) এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মো. নুরুজ্জামান, লিভার, পরিপাকতন্ত্র ও অগ্নাশয় রোগ বিশেষজ্ঞ, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার, ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পেশাজীবি সমন্বয় পরিষদ, প্রতিষ্ঠিতা এডমিন, রাসেল মিয়া, বাজেট পরীক্ষক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন, মো. জসিম উদ্দিন সরকার, প্রধান শিক্ষক, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল ও সভাপতি, নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন, এ,এম,এ, মোমেন, আয়কর উকিল, শাহজাহান মল্লিক, ঠিকাদার, সায়েদ আবদুল্লাহ যীশু, ব্যাংকার, জামিল আহম্মেদ, ব্যবসায়ী, মো. মজিবুর রহমান, সাংবাদিক, শাহেদ সরকার, প্রভাষক সবুজপাহাড় কলেজ, মো. সোলেমান ভূইয়া, ব্যাংকার, মো. জাকির হোসেন, চাকুরী, সুজিত কুমার বিশ্বাস, চাকুরী, মারুফ ইব্রাহিম, চাকুরী, মো. হাফিজুর রহমান,সাদ্দাম, জব বিজনেস, ডা. মো. শাখাওয়াত হোসেন, বিসিএস, প্রানি সম্পদ, এনামুল হক মতিন,চাকুরী, মো. ইব্রাহিম খন্দকার সুজন, MIO, সানি আহমেদ, পরিচালক, গ্রীণ হাউজ রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টার ।

এই মতবিনিময় সভার উপস্থাপনায় ছিলেন এড. আলী মোহাম্মদ আবদুল মোমেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রতি মাসের ১ম শুক্রবার সন্ধ্যা ৭ঃ ৩০ মিঃ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

সংবাদটি সর্বমোট 476 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *