নবকণ্ঠ ডেস্ক:
আজ সোমবার নরসিংদী জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক যোগাযোগ ব্যবহারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরণের অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার প্রতি গুরুত্ব আরোপ করে সভাপতি তাঁর বক্তব্যে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরে অসাম্প্রদায়িক চেতনার প্রসারের মাধ্যমে আন্তঃধর্মীয় সুসম্পর্ক বজায় রাখা ও সামাজিক বন্ধন সুসংহত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সংবাদটি সর্বমোট 200 বার পড়া হয়েছে