নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়। সূত্র: নরসিংদী টাইমস

সংবাদটি সর্বমোট 255 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *