পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবকণ্ঠ ডেস্ক:

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
এডভোকেট ইযারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে কাল এ রিটের ওপর শুনানি হতে পারে।
গত বছরের ২৫ জুন দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য স্বপ্নের এ সেতু খুলে দেয়া হয়। পরে এক সরকারি ঘোষণায় ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। তবে সেতুটি উদ্বোধেনের পরপর মোটর সাইকেল চলাচল করে। এ সময়ে মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 142 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *