পলাশ প্রতিনিধি:
” শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ৫ টি কিশোর-কিশোরী ক্লাবের ১৩০ জন প্রতিযোগির মধ্যে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পলাশ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ক্লাবের সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি সর্বমোট 255 বার পড়া হয়েছে