পলাশ প্রতিনিধি:
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে বেকার যুবকদের কর্মস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে ৭দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জিনারদীর বরাব আশ্রায়ন প্রকল্পে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক (রাজস্ব) ৭দিনব্যাপী পোশাক তৈরী বিষয়ক এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) যুগ্ম-সচিব খোন্দকার মোঃ রুহুল আমীন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপত্বিতে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও উপজেলা যুব উন্নয়ন অফিসার তানজিমা পারভীন প্রমুখ।
এই প্রশিক্ষণে আশ্রয়ন কেন্দ্রের ১৮ জন বেকার যুবক ও নারী অংশ নিচ্ছেন।
সংবাদটি সর্বমোট 182 বার পড়া হয়েছে