পলাশ প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে পারুলিয়া ফুটবল খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় টাই ব্রেকারের মাধ্যমে শীতলক্ষা একাদলকে পরাজিত করে ধুমকেতু একাদশ বিজয়ী হয়।
কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা এ খেলা উদ্বোধন করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিনারদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী। এ সময় জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ টিটু মোল্লা, পলাশ থানা ছাত্রলীগের সভাপতি রনি প্রধানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র: নরসিংদী টাইমস
সংবাদটি সর্বমোট 254 বার পড়া হয়েছে