নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় একটি ব্যাটারি কারখানাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়ার একটি ব্যাটারি কারখানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত কারখানাটি হলো- জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড। জেলা প্রশাসন থেকে জানানো হয়, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন ডাইং ও ব্যাটারি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানাগুলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার বিধানসমূহ প্রতিপালনপূর্বক পরিচালনা করা হচ্ছে কিনা তা যাচাই করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোছা: শারমিন ইসলাম। এসময় অনুমতি ব্যতিরেকে পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারি উৎপাদন, মজুদ ও এর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার জন্য জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেডকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন।
সংবাদটি সর্বমোট 238 বার পড়া হয়েছে