অরবিন্দ রায়:
নরসিংদীর পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। সকালে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিএাংন্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা , আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মো. আবুল হোসেন, সিনিয়র শিক্ষক সন্ধ্যা রানী দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মো.শামীম মিয়া, সিনিয়র শিক্ষক রত্না চক্রবর্তী, সিনিয়র শিক্ষক রেহেনা সুলতানা লিপি, সিনিয়র শিক্ষক আলমগীর পাঠান প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সিনিয়র শিক্ষক হাজেরা বেগম, সিনিয়র শিক্ষক শিলা রানী শাখারী, শিক্ষার্থী সেঁজুতি আক্তার, শিক্ষার্থী মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুজ্জামান গাজী ।
সংবাদটি সর্বমোট 242 বার পড়া হয়েছে