নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ফরিদপুর জোনের টেকেরহাট শাখা আজ সোমবার উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন সংস্থার উপ-পরিচালক মোঃ ফিরোজ আল মামুন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক মো. ওমর ফারুক, টেকেরহাট পৌরসভার কাউন্সিলার মো. বাবুল বাঘা, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন, জোনাল আইটি এ্যন্ড এমআইএস শুভ শাহা, টেকেরহাট শাখার ফিল্ড অফিসার ও ক্রেডিট অফিসার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পিএমকে জাতীয় পর্যায়ের আর্থ-সামাজিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ডে এর সম্পৃৃক্ততা দীর্ঘদিনের। সনদপ্রাপ্ত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নকারী দেশের শীর্ষ ২০টি সংস্থার মধ্যে পিএমকে অন্যতম। ১৯৮৮ সালের ২৭ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়ে সংস্থার কার্যক্রম শুরু হয়। পরে কাজের পরিসর বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনের নিরিখে এনজিওবিষয়ক ব্যুরো, জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে সংস্থাটি ক্ষুদ্র অর্থায়নসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
সংবাদটি সর্বমোট 347 বার পড়া হয়েছে