বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: গত ০৭/০৪/২০২৩ইং শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব হোসেন চৌধুরী, সাবেক এডিশনাল আইজিপি বাংলাদেশ পুলিশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটি। ব্যারিস্টার শাহরিয়ার সহিদ সাদ, আইনজীবী সুপ্রিম কোর্ট।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটি , জেলা শাখার ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন ইতি । সভা পরিচালনা করেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট’র সাধারণ সম্পাদক মোঃ নাজমুল সিকদার।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আবুল বাশার মাঝী, দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সভাপতি ঢাকা জেলা শাখা, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। প্রধান অতিথি জনাব মাহবুব হোসেন চৌধুরী বলেন, আমি বিক্রয় প্রতিনিধিদের পাশে সবসময় আছি, বিক্রয় প্রতিনিধিদের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। প্রধান আলোচক মোঃ আরিফুর রহমান বলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট বিক্রয় প্রতিনিধিদের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করছে। তিনি সরকারের কাছে দাবী জানান, কোম্পানি যখন নিবন্ধন নেয় তখনই যাতে সরকার স্পষ্ট করেন, বিক্রয় প্রতিনিধিদের চালাতে হবে, শ্রম আইন মেনে। মোঃ আরিফুর রহমান আরও দাবী করেন বিক্রয় প্রতিনিধিরা কোন মন্ত্রণালয়ের অধিনে তা নির্ধারণ করিতে হবে। পরে নব- নির্বাচিত সকল বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান। মোঃ কামাল হোসেন ইতি সকল বিক্রয় প্রতিনিধিদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গিকার করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি সর্বমোট 162 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *