পলাশ প্রতিনিধি:
“স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো ” এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর পলাশে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পলাশের সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পলাশের সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, স্কাউটস এর প্রদ্বীপ কুমার দাস ও তাপস কুমার দে।
সংবাদটি সর্বমোট 144 বার পড়া হয়েছে