বারৈচায় ২দিনব্যাপী অমর একুশে বইমেলা

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকাল থেকে ২দিনব্যাপী বইমেলা ২০২৩ শুরু হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারৈচা রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের উদ্যোগে এই মেলা চলবে বুধবার পর্যন্ত।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, বিশিষ্ট লেখক ও কবি মহসিন খোন্দকার, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারৈচা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃদুল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহেল।

সকাল থেকেই বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় ৮ টি স্টলে স্থান পেয়েছে স্থানীয় লেখকদের পাশাপাশি দেশবরেণ্য লেখকদের বই। এছাড়া বিভিন্ন সাহিত্য পরিষদ ও লেখকদের আড্ডার জন্য রাখা হয়েছে বিশেষ স্টল। ৪ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি সর্বমোট 168 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *