নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর বেলাবতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আজ (০৬ এপ্রিল) শনিবার উপজেলা মাঠে আয়োজিত এ ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি, বেলাব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তিনি ৫ শত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার তুলে দেন। ঈদ উপহারের মাঝে ছিল ৫ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি পোলাওর চাল, ১ প্যাকেট সেমাই ও ৫০০ গ্রাম গুঁড়ো দুধ।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 219 বার পড়া হয়েছে