মনোহরদীতে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১/২২ এর আওতায় গত মঙ্গলবার নরসিংদীর মনোহরদী উপজেলায় অনূর্ধ্ব-১৮ শিক্ষার্থীদের “ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এস.এম কাসেম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।
জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রতিযোগিতায় হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অতিথিবৃন্দ খেলায় চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি সর্বমোট 199 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *