নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
আজ (১৬ মার্চ) শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ পৃথক ৪টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মনোহরী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করায় পৃথক ৪টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। তিনি আরো বলেন, অভিযানের সময় মূল্য তালিকা সংরক্ষণ, অস্বাস্থ্যকর খাবার বিক্রি না করা সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এছাড়া ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 329 বার পড়া হয়েছে