নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অনূর্ধ্ব-১৬ বছরের বালক-বালিকাদের নিয়ে সম্পন্ন হলো সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: কদের মৃধা। প্রশিক্ষণটিতে ২টি বিদ্যালয়ের মোট ৩০জন বালক-বালিকা অংশগ্রহণ করে।
উল্লেখ্য প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করা হয় গত ১৬/০৫/২০২৩ তারিখে এবং সমাপনী শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হয়।
সংবাদটি সর্বমোট 204 বার পড়া হয়েছে