মনোহরদীর চালাকচরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

জয়ন্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

আজ মঙ্গলবার নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং মিশ্রিত চিপস্ বিক্রির জন্য সংরক্ষণ করে রাখাতে লোকনাথ স্টোরের মালিক নিতাই সাহা কে ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ “এর ৪২ ধারায় ৫ হাজার টাকা, মূল্য তালিকা দৃশ্য মান স্থান না টানানো থাকাতে ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করাতে “ফাল্গুনী স্টোরের “মালিক দুলাল সাহাকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর “৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় “কোভিড-১৯” বিস্তার রোধ কল্পে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে সরকারি নির্দেশ সমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ প্রদান করা হয়। সহযোগিতায় ছিলেন মনোহরদীর স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন ও মনোহরদী থানা পুলিশের সদস্য।

সংবাদটি সর্বমোট 331 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *