নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তর এর তালিকাভুক্তি করা হয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর বাজারে দৈনিক নরসিংদীর নবকণ্ঠ’র প্রধান সম্পাদক শান্ত বণিক এর স্বর্গীয় পিতার নামে প্রতিষ্ঠিত ‘জহর বণিক গণগ্রন্থাগার’।
রবিবার তালিকাভুক্তিকরণ সনদপত্র গ্রহণ করেন জহর বণিক গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি শান্ত বণিক। এ সময় সনদপত্র তুলে দেন নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্না ও জুনিয়র লাইব্রেরিয়ান জাকিয়া আফরোজ সুমি। জহর বণিক গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি শান্ত বণিক তালিকাভুক্তি করায় বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট সকলের প্রতি।
সংবাদটি সর্বমোট 316 বার পড়া হয়েছে