নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নস্থ রামপুর বাজারে খাস জমিতে পাকাঘর নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, সম্পূর্ণ অবৈধ ভাবে পূর্ব রামপুর গ্রামের জালাল উদ্দীন পাঠান (জালু), পিতামৃত: খালেক পাঠান রামপুর বাজারের ১নং খাস খতিয়ান ভুক্ত আরএস ৭৩৯নং দাগের জমিতে পাকাঘর নির্মাণ কাজ শুরু করে প্রায় ১০ ফুট উচ্চতার দেয়াল নির্মাণ করে। গতকাল বুধবার এমন তথ্যের ভিত্তিতে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় মনোহরদী উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে স্পটে যেয়ে সংবাদের সত্যতা পেয়ে অনতিবিলম্বে সেই অবৈধ স্থাপনা ভেংগে গুড়িয়ে দেয়।
পাশাপাশি অবৈধ স্থাপনা নির্মাণকারীকে শেষ বারের মত কড়া হুশিয়ারি প্রদান করা হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম ও সহকারি কমিশনার ভূমি ইশরাত জাহান জানান, খাস জমি রক্ষার্থে জেলা প্রশাসক স্যারের জিরো টলারেন্স নীতিতে মনোহরদী উপজেলা প্রশাসন সদা জাগ্রত এবং তৎপর আছে। এতদবিষয়ে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 480 বার পড়া হয়েছে