নবকণ্ঠ ডেস্ক:
জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের মিতালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে অপর এক শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাশেদুল আর স্বাধীন তাদের মামার মোটরসাইকেল নিয়ে মঙ্গলবার সকালে ঘুরতে বের হয়। পথে মিতালী বাজার থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে ব্রিজের ওপর বাইক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
এতে রাশেদুল ঘটনাস্থলেই মারা যায়।
নিহত রাশেদুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের বাউলপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। আহত স্বাধীন মিয়া একই গ্রামের হযরত আলির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 290 বার পড়া হয়েছে