যে মানুষটি না থাকলে পূর্ণিমা নায়িকা হতে পারতেন না!

বিনোদন প্রতিবেদক:

গত ৮ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে দিনটি। এরই অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সন্তানদের গুণী মায়েদের হাতে পদক দেওয়া হয়। প্রথমবারের মতো আয়েজিত সেই ‘মা পদক’ পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার গর্ভধারিণী মা সুফিয়া বেগম।

মা দিবসে মায়ের এমন পদক প্রাপ্তিতে উচ্ছ্বসিত ঢাকাই ছবির জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সেই উচ্ছ্বাস জানান দিয়েছেন তিনি। সোমবার ফেসবুকে মায়ের পদক প্রাপ্তির খবর জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘গতকাল মা দিবসে ‘মা পদক’ ২০২২-এর মধ্য দিয়ে আমাদের মাকে সম্মানিত করা হলো। এই প্রথমবারের মত আমার আম্মাকে পুরস্কৃত করা হয়েছে। আমার মা’কে সম্মানিত করতে পারার একটি সুযোগ একটি স্বপ্নের অপেক্ষায় ছিলাম। ’

পূর্ণিমা লিখেছেন, ‘উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার মাকে সম্মাননা তুলে দিয়েছেন। সেই সাথে চলচ্চিত্রের আরো একজন জীবন্ত কিংবদন্তী আম্মাজান খ্যাত শ্রদ্ধেয় শবনম ম্যাম এর উপস্থিতি আরো অনেক বেশি আলোকিত করেছে। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে, আমার মা’কে সম্মাননা দিতে পেরে মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনে পূর্ণ সফলতা আমি আজ পেয়েছি। ’

এই অভিনেত্রী আরো লিখেন, ‘মা না থাকলে আজ আমি পূর্ণিমা হতে পারতাম না। পুরো অনুষ্ঠান জুড়ে আমার খুব পছন্দের মানুষগুলো ছিলেন, সম্মানিত মায়েরা ছিলেন, এত সুন্দর মুহূর্ত আর কখনো পাবো কিনা জানি না। ’

পূর্ণিমার মা ছাড়াও এবারের মা পদক পেয়েছেন তারিন, রুনা খান, সজল, কনা, তানজিন তিশা, অনন্যা রুমা, শান্তা জাহান, প্রতীক ও প্রীতম হাসানের মা। এছাড়াও পদক পেয়েছেন চার সাংবাদিক। এফ আই দিপু, নিপু বড়ুয়া, মীর সামি ও লিমন আহমেদের মা। সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 266 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *