অনলাইন ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ জুন) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৮৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি ৮২০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল ও ৩৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 241 বার পড়া হয়েছে