নবকণ্ঠ ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। নিহতের নাম মো. রনি আহমেদ চৌধুরী (৪০) ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইঘর শান্তিধারা এলাকার মৃত মতিন ফারুক চৌধুরীর ছেলে।
আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. আব্দুল্লাহ খান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রনির খালাতো ভাই হিরা জানান, রনি আহমেদ চৌধুরী একটি গাড়ির সুপারভাইজার ছিলেন।
বৃহস্পতিবার রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই মো. আব্দুল্লাহ খান জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 261 বার পড়া হয়েছে